স্বামী বেচারা
স্বামী-ঃ প্রিয়তমা! আমরা যখন সমুদ্র সৈকতে যাবো, পানিতে তোমার দুই পা বেশিক্ষণ ভিজিয়ে রেখো না, সব পানি মিষ্টি হয়ে গেলে সামুদ্রিক মাছগুলো বাঁচতে পারবে না।
স্ত্রী :- গতকাল চিনি আনার কথা বলছিলাম, আনলেন না। এখন কি চায়ের কাপে পা ডুবিয়ে দিয়ে দিবো! খাবেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন