পোস্টগুলি

শ্রদ্ধেয় খতীব সাহেবগণ! লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রদ্ধেয় খতীব সাহেবগণ !

 শ্রদ্ধেয় খতীব সাহেবগণ!  জন সমাবেশে দাওয়াতের চাইতে মসজিদ ভিত্তিক দাওয়াতের প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব করছি।  আদর্শ সমাজ গঠনে সম্মানিত খতীব সাহেবগন সবচেয়ে বেশি ভুমিকা রাখতে পারেন ইন শা আল্লাহ।                              করনীয় এক.  প্রতি শনিবার থেকে(প্রতিদিন একটু একটু করে) পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত গুরুত্বসহকারে বয়ান তৈরী করতে হবে।  এজন্য প্রতিদিন নির্দিষ্ট একটা সময় জুমার বয়ান সাজানোর জন্য বরাদ্দ রাখতে হবে।  যেহেতু আল্লাহ আপনাকে মিম্বরে বসিয়েছেন সেহেতু আল্লাহ এটা সহজ করে দিবেন।                                        فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ  যাকে যে আমালের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে ‘আমালকে সহজ করে দেয়া হবে।  সহিহ বুখারী, হাদিস নং ৪৯৪৯ দুই.  মুখস্থ বয়ান করাটা জরুরী নয়, বয়ান নোট করে মিম্বরে নিয়ে যেতে পারেন। (গোটা আরবে সাধারণত এভাবেই খুতব...