মানি-ম্যানেজমেন্ট

 আমাদের স্কুল-কলেজের পাঠ্যবইতে ‘মানি-


ম্যানেজমেন্ট’ বিষয়টা অন্তর্ভুক্ত করা খুব জরুরি। আগের চাইতে এখন এই বিষয়টা অনেকবেশি দরকারি মনে করি। বর্তমান বিশ্বব্যবস্থা কল্পনার চাইতেও দ্রুতগতিতে বাঁক বদলাচ্ছে প্রতিদিন। পাল্টে যাচ্ছে জীবনধারার গতি-প্রবাহ। আমাদের বাবা-মায়েদের জীবনযাপন পদ্ধতি আর আমাদের জীবনযাপন পদ্ধতির মাঝে পরিবর্তনগুলো সুস্পষ্ট। আমাদের পরের জেনারেশান, অর্থাৎ আমাদের বাচ্চারা যখন দুনিয়াতে চালকের আসনে বসবে, সেই সময়কার চিত্র যে আরো আমূল বদলে যাবে— তা নিঃসন্দেহ।


আমরা যদি আমাদের বাচ্চাদের বা উঠতি প্রজন্মকে ‘মানি-ম্যানেজমেন্ট’ তথা অর্থকড়ির সঠিক ব্যবহার কীভাবে করতে হবে তা পাঠ্যপুস্তকের বিষয় হিশেবে শেখাতে পারি, জীবনে চলার পথে এটা তাদের জন্য খুব কাজে দেবে বলেই বিশ্বাস।


স্কুল আর কলেজে বেসিক বিজ্ঞান, বেসিক অর্থনীতি সহ নানান বিষয়াদি পড়ানো হয়, কিন্তু ‘মানি-ম্যানেজমেন্টের’ মতো যে কমন জিনিস, বাঁচতে হলে যা প্রতিটা মানুষের অতি-অবশ্যই দরকার, তা আদৌ শেখানো হয় না। বিজনেস ব্যাকগ্রাঊণ্ডের পড়াশোনায় ভারি ভারি তত্ত্বকথা পড়ানো হয় বটে, কিন্তু কারো হাতে যদি একলক্ষ টাকা থাকে, সেই টাকা দিয়ে সে কীভাবে ব্যবসা করতে পারবে, কোন কোন খাতে বিনিয়োগ করতে পারবে— এসবের কোনোকিছুই শেখানো হয় না। খালি ‘ব্যালেন্স-শীট’ মিলাতে পারার যোগ্যতা দিয়ে যে আগামীর দিন চলবে না— এটা দ্রুত বুঝতে পারলেই উত্তম।


ব্যক্তিগত পরিসরেও বাচ্চাদের ‘মানি-ম্যানেজমেন্টের’ সাথে পরিচিত করানো উচিত। বাচ্চাকে নিয়ে বাজারে যেতে পারেন। আপনাকে দেখে আস্তে আস্তে সে দরকষাকষি শিখবে। ছেলেমেয়ে বোঝার বয়সে উপনীত হলে তাদের সাথে ব্যবসা, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে হরহামেশাই কথাবার্তা বলা যায়।


ছোটদের জন্য ছোট ছোট সাদাকা বক্স তৈরি করতে পারেন বাসায়। তাকে দেখিয়ে সেখানে রোজ পাঁচ/দশ টাকা করে ফেলতে পারেন। তাকে শেখাবেন— এই বাক্সে একবছরে যে টাকা জমা হবে, তার কিছু টাকা গরিবদের দান করতে হবে, কিছু টাকা দিয়ে দাদা-দাদু আর নানা-নানুর জন্যে উপহার কেনা হবে, আর বাকি টাকা পুনরায় জমা রাখা হবে যাতে তিন/পাঁচ বছর পরে সবাই মিলে উমরাহ হজ্বে যাওয়া যায়।


এতে করে বাচ্চারা সেভিংস কী সেটা যেমন শিখবে, তেমনি সেই সেভিংসকে কীভাবে নানান কাজে ব্যবহার করা যায় তার একটা প্রাথমিক ধারণাও লাভ করবে। বাচ্চার স্প্রিচ্যুয়াল গ্রোথ যেমন বাড়বে এতে, তেমনি বৈষয়িক বিষয়েও সে বুঝতে শুরু করবে টুকটাক করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বামী বেচারা