আমাদের স্কুল-কলেজের পাঠ্যবইতে ‘মানি- ম্যানেজমেন্ট’ বিষয়টা অন্তর্ভুক্ত করা খুব জরুরি। আগের চাইতে এখন এই বিষয়টা অনেকবেশি দরকারি মনে করি। বর্তমান বিশ্বব্যবস্থা কল্পনার চাইতেও দ্রুতগতিতে বাঁক বদলাচ্ছে প্রতিদিন। পাল্টে যাচ্ছে জীবনধারার গতি-প্রবাহ। আমাদের বাবা-মায়েদের জীবনযাপন পদ্ধতি আর আমাদের জীবনযাপন পদ্ধতির মাঝে পরিবর্তনগুলো সুস্পষ্ট। আমাদের পরের জেনারেশান, অর্থাৎ আমাদের বাচ্চারা যখন দুনিয়াতে চালকের আসনে বসবে, সেই সময়কার চিত্র যে আরো আমূল বদলে যাবে— তা নিঃসন্দেহ। আমরা যদি আমাদের বাচ্চাদের বা উঠতি প্রজন্মকে ‘মানি-ম্যানেজমেন্ট’ তথা অর্থকড়ির সঠিক ব্যবহার কীভাবে করতে হবে তা পাঠ্যপুস্তকের বিষয় হিশেবে শেখাতে পারি, জীবনে চলার পথে এটা তাদের জন্য খুব কাজে দেবে বলেই বিশ্বাস। স্কুল আর কলেজে বেসিক বিজ্ঞান, বেসিক অর্থনীতি সহ নানান বিষয়াদি পড়ানো হয়, কিন্তু ‘মানি-ম্যানেজমেন্টের’ মতো যে কমন জিনিস, বাঁচতে হলে যা প্রতিটা মানুষের অতি-অবশ্যই দরকার, তা আদৌ শেখানো হয় না। বিজনেস ব্যাকগ্রাঊণ্ডের পড়াশোনায় ভারি ভারি তত্ত্বকথা পড়ানো হয় বটে, কিন্তু কারো হাতে যদি একলক্ষ টাকা থাকে, সেই টাকা দিয়ে সে কীভাবে ব্যবসা ...